এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে ২৮৯ শিশু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০২৩, ১৯:১৩

চলতি বছরের প্রথমার্ধে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় অন্তত ২৮৯ শিশু প্রাণ হারিয়েছে বলে জাতিসংঘ শুক্রবারের এক প্রতিবেদনে জানিয়েছে।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বলেছে, ২০২২ সালের প্রথম ছয় মাসে রেকর্ড করা সংখ্যার চেয়ে এটি দ্বিগুণ। সংস্থাটি ইউরোপে শিশুদের সুরক্ষার জন্য প্রসারিত নিরাপদ, আইনি এবং বৈধ পথের আহ্বান জানিয়েছে।

ইউনিসেফের অভিবাসন ও বাস্তুচ্যুত বিষয়ক গ্লোবাল লিডার ভেরেনা নাউস বলেছেন, প্রকৃত পরিসংখ্যান বেশি হতে পারে কারণ মধ্য ভূমধ্যসাগরে অনেক জাহাজডুবিতে কারও জীবিত থাকার খবর নেই বা রেকর্ড করা হয়নি।

তিনি বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছে এমন শিশুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে দ্বিগুণ হয়েছে। আমাদের অনুমানে চলতি বছরের প্রথম ছয় মাসে ১১ হাজার ৬০০ শিশু সাগর পাড়ি দিয়েছে যা ২০২২ সালে এই সময়ের তুলনায় দ্বিগুণ।

ইউনিসেফ বলেছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে প্রায় ৩৩০০ শিশুকে সঙ্গীহীন বা বিচ্ছিন্ন হিসেবে রেকর্ড করা হয়েছিল যা কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় পথে ইউরোপে আগত সমস্ত শিশুর ৭১ শতাংশ।

গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা তিন গুণ বেশি।

নাউস আরও বলেছেন, ‘এই শিশুদের জানা দরকার যে তারা একা নয়। বিশ্ব নেতাদের অবশ্যই শিশুদের জীবনের অনস্বীকার্য মূল্য প্রদর্শনের জন্য জরুরীভাবে কাজ করতে হবে, কার্যকর সমাধানের দৃঢ় অন্বেষণে শোক প্রকাশ ছাড়াও বড় পদক্ষেপ নিতে হবে।’

(ঢাকাটাইমস/১৪জুলাই/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

পান্নুন হত্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের আদালতে তলব

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব

ইসলামী দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ, বাংলাদেশসহ ৫৩ দেশ কো-স্পন্সর

লেবাননে ফের ডিভাইস বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০

‘এক দেশ, এক ভোট’ নীতিতে অনুমোদন মোদির মন্ত্রিসভার

ইউরোপে ছড়াতে শুরু করেছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সইসি’

তাইওয়ান থেকে হিজবুল্লাহর কেনা পেজারের ভেতর বিস্ফোরক রেখেছিল মোসাদ!

রাহুল গান্ধীকে 'সন্ত্রাসবাদী' বলায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেসের

বিশ্বজুড়ে বাড়ছে সাপের ছোবলে মৃত্যুঝুঁকি, রয়েছে ওষুধ সংকট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এই বিভাগের সব খবর

শিরোনাম :