চুয়াডাঙ্গায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৩, ১২:৩৭
অ- অ+

চুয়াডাঙ্গায় পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি হাসান নামের এক যুবকের বিরুদ্ধে।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলার পৌর এলাকার বেলগাছী মুসলিমপাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হাসান (১৮) শহরের মুসলিমপাড়ার প্রয়াত হেলালের ছেলে।

ঘটনার পরই অভিযুক্তের পরিবারের সদস্যরা বসে মীমাংসা করার চেষ্টা করলেও তা হয়নি বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার সাইফুল ইসলাম।

তিনি বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টা হয়েছিল বলে নিশ্চিত হয়েছি। ঘটনার পরই দুপক্ষের সদস্যরা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করবেন।

জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে শিশুটিকে তার পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সদর থানায় যাওয়ার পরামর্শ দেন। এরপরই ভুক্তভোগীর পরিবারের সদস্যরা সদর থানার যান।

এদিকে এ ঘটনার পর অভিযুক্ত হাসান পলাতক রয়েছেন। তার বড় ভাই হাসিব বলেন, ঘটনার সময় আমি ছিলাম না৷ আমি লোকমুখে শুনেছি। এরপর থেকে হাসানকে অনেক খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি৷

চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, রাতে ভুক্তভোগীর পরিবার থানায় এসেছিল। আমি ওসি স্যারের রুমে পাঠিয়েছি।

আরও পড়ুন: সাহায্য নয় যাতায়াতের রাস্তা চান বেদেপল্লির বাসিন্দারা

এ ঘটনায় কোনো মামলা কিংবা লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাত ১২ টাকা পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য নেই।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা