চাঁদপুরে ছেংগারচর পৌর নির্বাচন: কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দুদফা সংঘর্ষ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দুদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রার্থী সবুজ মিয়া ও তার আপন ভাই রিপন মিয়াসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। পরে সেখানে পুলিশসহ আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়।
এদিকে এ ঘটনায় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় প্রায় ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। এরপর পুলিশ কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
১নং ওয়ার্ড আহত কাউন্সিলর প্রার্থী রিপন মিয়া জানান, এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাত জন। এরমধ্যে তার ভোটার সংখ্যা বেশি। অন্য প্রার্থীদের ভোটার সংখ্যা কম হওয়ায় তারা হামলার ঘটনা ঘটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
ঢেঁড়স প্রতীকের কাউন্সিলর প্রার্থী রতন ও টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামের সমর্থকদের হামলায় আমি নিজেও আমার ভাই রিপন মিয়া মারাত্মকভাবে আহত হয়েছি।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ জানান, এই কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ তাৎক্ষণিক ঘটনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। যারা এই ঘটনায় সঙ্গে জড়িত অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কাছে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
আরও পড়ুন: স্কুলের খেলার মাঠ যেন জলাশয়
কেন্দ্র পরিদর্শনে আসা চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেন, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। এই প্রথম ইভিএম এ ভোট হওয়ায় নারীদের ভোট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। আমরা শেষ সময় পর্যন্ত ভোটগ্রহণ করব।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএম)

মন্তব্য করুন