মেঘনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৩, ১৩:৪৮| আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৩:৫৪
অ- অ+

কুমিল্লার মেঘনা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ১৩ নম্বর ভাওরখোলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলার আয়োজন করা হয়।

সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ ভট্টাচার্যের সভাপতিত্বে এই খেলার উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ভাওরখোলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক)।

বিজয়ী হয়েছে ভাওরখোলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সআপ হয়েছে চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অপর দিকে ভাওরখোলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) খেলায় বিজয়ী হয়েছে ভাওরখোলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ হয়েছে গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা