শ্রীমঙ্গলে রেললাইন থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশিত : ২৬ জুলাই ২০২৩, ১৪:৩৩| আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৬:২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেললাইনের ওপর থেকে শান্ত দেবনাথ (২০) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গরবার রাত সাড়ে ৯টার দিকে আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শান্ত দেবনাথ রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথের ছেলে। সে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী।
আরও পড়ুন: থেমে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, চালকসহ নিহত ২
রেলওয়ে থানার ওসি মীর সাব্বির আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৬জুলাই/এসএম)

মন্তব্য করুন