প্রতিশোধের ভয়ে আমেরিকার হাতে আটক ইরানি ট্যাংকারের তেল নিতে চাইছে না কেউ!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২৩, ২২:৩৫

দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার অধীনে থাকা ইরানের তেল কিনতে শাস্তি হতে পারে এই ভয়ে যুক্তরাষ্ট্রের উপকূলে ইরানের কাছ থেকে জব্দ করা একটি তেলবাহী ট্যাংকার থেকে কোনো কোম্পানি তেল সংগ্রহ করতে রাজি হচ্ছে না। এমনকি ওই তেল সংগ্রহ করলে কাউকে শাস্তির মুখে পড়তে হবে না— মার্কিন সরকার এমন আশ্বাস দিলেও কেউ আগ্রহ দেখাচ্ছে না বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার জানিয়েছে, হিউস্টন থেকে ৫০ মাইল দূরে গ্যালভেস্টন বন্দরে গত ৩০ মে থেকে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী কার্গো জাহাজ সুয়েজ রাজান নোঙ্গর ফেলে বসে আছে। কিন্তু কোনো মার্কিন কোম্পানি জাহাজটির ইরানি তেল সংগ্রহ করতে রাজি হচ্ছে না।

এর প্রধান কারণ হিসেবে বলা হয়েছে, যে জাহাজের মাধ্যমে ওই কার্গোর তেল খালি করা হবে ভবিষ্যতে অন্য কোনো গ্রাহক ওই জাহাজ ভাড়া করবে না বলে আশঙ্কা রয়েছে। তবে একটি অজ্ঞাত বাণিজ্যিক সূত্র থেকে রয়টার্সকে একথাও বলা হয়েছে যে, ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের আশঙ্কায় কেউ ট্যাংকারটির তেল নিতে রাজি হচ্ছে না।

ইরান কর্তৃপক্ষ এর আগে এই হুমকি দিয়ে রেখেছে যে, অন্য কোনো দেশ অবৈধভাবে ইরানি তেল আটক করলে সেই তেল গ্রহণকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তেহরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আল-রেজা তাংসিরি গত সপ্তাহে বলেছেন, আমেরিকা যদি তার উপকূলে থাকা ট্যাংকারের তেল খালি করার অনুমতি দেয় তাহলে ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তেহরান।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :