চুয়াডাঙ্গায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের শিম ক্ষেতে কাজ করছিলেন আব্দুর রাজ্জাক। এসময় তার ডান পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে অন্যান্য কৃষকদের সহযোগীতায় বাড়ি আসেন তিনি। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে নেয়া হয় মুন্সিগঞ্জ গ্রামের এক কবিবারের বাড়িতে। তবে ওঝার নাম বলতে পারেননি তারা। সেখানে ঘন্টাখানেক ঝাড়ফুক শেষে আব্দুর রাজ্জাকের শারীরিক অবস্থার আরও অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া মা-আরিজ বলেন, আব্দুর রাজ্জাককে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিলো। আমরা তাকে হাসপাতালের ওয়ার্ডে ভর্তির কিছুক্ষণ মধ্যেই তিনি মারা যান। শুনেছি হাসপাতালে নেওয়ার আগে আব্দুর রাজ্জাককে কবিরাজের কাছে নেয়া হয়েছিল।
তিনি আরও বলেন, কোন ব্যক্তিকে সাপে কামড় দিলে তাকে কবিরাজের কাছে না নিয়ে হাসপাতালে অথবা পার্শ্ববর্তী কোন স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
(ঢাকাটাইমস/২৮জুলাই/এসএ)

মন্তব্য করুন