বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মেঘনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৩, ১০:৩২| আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১১:৪৬
অ- অ+

কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার বিকেল ৪টায় উপজেলার বিশ্বরোড মেঘনা প্লাজায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উ. জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলি মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন শিশির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শ্রম বিষয়ক সম্পাদক জহির খন্দকার।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেঘনার রূপকার মো. শফিকুল আলমের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন।

সভায় বক্তারা বলেন, এদেশে নৈরাজ্য সৃষ্টিকারী ও বাসে বোমা হামলাকারীদের ছাড় দেওয়া হবে না। যেখানেই সন্ত্রাসী কার্যকলাপ হবে সেখানে মেঘনা উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।

এসময় আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফফার হাউদ, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা