জার্মানির বিদায়, ইতিহাস গড়ল মরক্কোর মেয়েরা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৩, ১৯:৪৯

কাতার বিশ্বকাপে বিস্ময় সৃষ্টি করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলো মরক্কো। এবার নারী বিশ্বকাপে ইতিহাস গড়ল মরক্কান মেয়েরা। ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো নটআউটপর্ব নিশ্চিত করেছে মরক্কো। তাতেই গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে শক্তিশালী জার্মানি।

এইচ গ্রুপের খেলায় গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মেয়েদের বিপক্ষে খেলতে নামে মরক্কো। শক্তিমত্ত্বায় এগিয়ে থাকা কলম্বিয়াকে এদিন ১-০ গোল ব্যবধানে হারিয়ে দেয় আফ্রিকান দেশটি। জয় নির্ধারণী একমাত্র গোলটি করেছেন ২৬ বছর বয়সী দলীয় তারকা ফুটবলার অ্যানিসা লাহমারী।

এ জয়ের ফলে গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে দুই জয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে মরক্কান নারী দল। এইচ গ্রুপে তাদের অবস্থান দুই নম্বরে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে কলম্বিয়া। আর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে জার্মানি। তলানিতে অবস্থান দক্ষিণ কোরিয়ার।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :