চুয়াডাঙ্গায় নোংরা-দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৩, ১৭:১৭
অ- অ+

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেসার্স অধিকারী মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে আলমডাঙ্গা শহরের হাইরোড ও চাতাল মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় সজল আহম্মেদ বলেন, সোমবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাইরোড ও চারতলা মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে মিষ্টির কারখানাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় চারতলা মোড়ে অবস্থিত মেসার্স অধিকারী মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে দই মিষ্টি ও খাবার তৈরি, কারখানার মধ্যে নোংরা টয়লেটে নাই কর্মচারীদের হাত ধোয়ার ব্যবস্থা, আগের দিনের বাসি রস মিষ্টিতে পড়ে আছে শত শত মাছি।

এছাড়া মাটির দইয়ের পাতিলে ভোক্তাদের ৫০০-৬০০ গ্রাম পর্যন্ত ঠকানোর প্রমাণ পাওয়া যায়। ফ্রিজের দই রসমালাইয়ে মানা হচ্ছেনা মোড়কীকরণ বিধি। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শ্রী হারান অধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পোকামাকড় মিশ্রিত বাসি রস-মিষ্টি ফেলে নষ্ট করা হয় এবং প্রতিষ্ঠানটির কারখানা পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নের জন্য ৭দিন বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযান সহযোগিতায় ছিলেন এস আই তারিফ এর নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা