জাইমা রহমানের সঙ্গেও নির্বাচনে প্রধানমন্ত্রীর জামানত বাজেয়াপ্ত হবে: আলাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২৩, ১৪:২১

‘জাইমা রহমানের সঙ্গে নির্বাচন করলে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জামানত বাজেয়াপ্ত হবে’ বলে মন্তব্য করেছেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল।

শুক্রবার দুপুরে ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌তে জিয়া প‌রিষ‌দের উ‌দ্যাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে এক সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

আলাল ব‌লেন, ‘গণতন্ত্রের জন্য ভোটের মাঠে যদি আসেন এক জাইমা রহমানের সঙ্গে, শেখ হাসিনা বাংলাদেশের কোন আসনে নির্বাচন করবেন বলেন, চ্যালেঞ্জ করে বলছি জাইমা রহমান যদি সে আসনে নির্বাচন করেন তাহলে আপনার (হাসিনা) জামানত বাজেয়াপ্ত হবে। আপনি সেই কাজ বাংলাদেশের মানুষের জন্য করেছেন।’

তি‌নি ব‌লেন, ‘কিসের বিচার বিভাগ, যে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় গাড়ির মধ্যে প্রতিষ্ঠানের স্টিকার লাগানো যাবে না অথচ ম্যাজিস্ট্রেট, বিচারপতি, পুলিশ প্রশাসনের গাড়িতে তারা তাদের স্টিকার লাগায়। যারা আইন ঘোষণা দেয় তারা নিজেরাই আইন মানে না। আমাদের কি দায় পড়েছে মানার? আমরা এটা মানি না।’

আলাল বলেন, ‘আমরা আশঙ্কা করি এ সরকারের জিয়া পরিবার বিষয়ক যে মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের পরবর্তী আক্রোশের শিকার জাইমা রহমান হয় কিনা। যাদের বুদ্ধি বিবেক আছে তারা সন্দেহ পোষণ করছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘এই সরকার দেশটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে মানুষের দম বন্ধ হয়ে আসছে। মানুষ একটি নিরাপদ জায়গায় খুঁজছে। এরা দানব রাক্ষস সরকার, এদের সঙ্গে কোনো আপস নাই। এদের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই হচ্ছে ন্যায়সঙ্গত কাজ।

সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘আমাদের শপথ করতে হবে এদেরকে (আওয়ামী লীগ) বিদায় করে। শুধুমাত্র বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়। রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা প্রস্তাব দি‌য়ে‌ছি তার মধ্য দিয়ে এই দেশটাকে মেরামত করে নতুন প্রজন্মের জন্য সাম্য মানবিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।’

জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়েদ ইসলাম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ।

(ঢাকাটাইমস/১১আগস্ট/জেবি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ: প্রিন্স

কাল্পনিক কাহিনি বানিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন: দুদিনে আ.লীগের ১৭টি মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পদ প্রাপ্তি নিয়ে নানা গুঞ্জন, প্রশ্ন

গরমে অতিষ্ঠ জনসাধারণের মাঝে জাপার পানি ও স্যালাইন বিতরণ

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল, অভিযোগ রিজভীর

নেত্রীর জন্য জান নয়, সিদ্ধান্ত মানুন: দীপু মনি

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি, আ. লীগ করে চুরি: ইশরাক

লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :