সোনার বাংলার ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু: পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৩, ১৭:১৫
অ- অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথ্য প্রযুক্তির ভিত্তি রচনার মাধ্যমে প্রগতিশীল সোনার বাংলার ভিত্তি রচনা করেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় ১ দিনে ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ ও স্যাটেলাইটের আর্থ স্টেশন স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু।

মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, স্থানীয় আ’লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় হলরুমে আলোচনা সভায় পলক এসব কথা বলেন।

সভায় ইউএনও মাহমুদা খাতুনের সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, ওসি মিজানুর রহমান প্রমুখ।

পরে বেলা ১২টায় উপজেলা আ.লীগ আয়োজিত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নেতৃত্বে একটি বিশাল শোক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আম চত্বর মুক্ত মঞ্চে আলোচনা সভা করে। সভায় উপজেলা আ’লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা