সাঈদীর গায়েবানা জানাজা

চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ, আটক ৩০

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৯:৪৯ | প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৩, ১৯:৩৯

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৩০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

এর আগে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে মাওলানা সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দেন জামায়াত-শিবির নেতাকর্মীরা। তবে আগে থেকেই সেখানে অবস্থান নেয় পুলিশ। পরে মিছিল নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ওই এলাকায় আসলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর এসব তথ্য জানান।

এদিকে, পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষের সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও সংঘর্ষে জড়ান। তারা পুলিশের পক্ষে অবস্থান নেন বলে জানা গেছে। সংঘর্ষের এক পর্যায়ে দামপাড়া ওয়াসা এলাকায় শিবিরের এক কর্মীকে ছাত্রলীগ কর্মীরা ছুরিকাঘাত করেন বলে অভিযোগ শিবিরের।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :