বিএনপি নয়, এ দেশের জনগণই শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে: শাজাহান খান

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৩, ১৯:৫৩
অ- অ+

বিএনপি নয়, এ দেশের জনগণই শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যদি শেখ হাসিনাকে সরিয়ে দিতে চায়, তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না। বিদেশিদের কেউ কি বলেছে, আপনারা কেয়ারটেকার সরকার করেন। কেউই তো একথা বলেনি। বরং তারা বলেছেন সংবিধান অনুযায়ী সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে। আমরা বিশ্বাস করি বিএনপি নির্বাচনে আসবে, না আসলে আপনারা (বিএনপি) আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।’

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার আছমত আলী খান অডিটরিয়ামে রাজৈর উপজেলা পরিষদ আয়োজিত গণভোজ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘আগামী ডিসেম্বর অথবা জানুয়ারীর প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন হবে। বিএনপি বলেছে আমরা নির্বাচন করবো না । তারা (বিএনপি) বলছে শেখ হাসিনকে ক্ষমতা ছাড়তে হবে। এ যেন মামা বাড়ির অবদার। তারা (বিএনপি) বিদেশীদের উপর ভরসা করে আন্দোলনে নেমেছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের নির্বাচন হয়ে যাবে। আপনাদের জন্য নির্বাচন অপেক্ষা করে বসে থাকবে না। আপনারা যতই আশা করেন সব আশায় কিন্তু গুড়ে বালি হবে। আমরা আওয়ামী লীগ এমন সুক্ষ জল নয় যে, ফুঁ দিয়ে বাতাসে উড়িয়ে দিবেন। আওয়ামী লীগের শেখর, বঙ্গবন্ধুর শেখর, শেখ হাসিনার শেখর যত দিন পর্যন্ত বাংলাদেশের জনগণের সমর্থন রয়েছে ততদিন পর্যন্ত সহজে উপড়ে ফেলা যাবে না। এই শেখর সহজে ওপরে ফেলতে পারবেন না।

আমরা জানি কিছু সংখ্যক বিদেশি ষড়যন্ত্র করে চলেছে।’ নেতা কর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মী ভাইয়েরা মনে রাখতে হবে; বিএনপি বলেছে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ না করিয়ে তারা ঘরে ফিরবে না এবং আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে না। আর আমরা ঘোষণা করতে চাই আমরা আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নির্বাচিত করে এবং প্রধানমন্ত্রী করে তবেই আমরা ঘরে ফিরবো।’

রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি আফম ফুয়াদ, রাজৈর আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল­বী, সাবেক জেলা পরিষদ সদস্য নুরজাহান পারুলসহ নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা