আবারও শেখ হাসিনাকেই বিজয়ী করুন: এমপি রতন

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১২:৪৬ | প্রকাশিত : ২০ আগস্ট ২০২৩, ১০:৩৭

স্বাধীনতা বিরোধীরা বারবার অপতৎপরতাসহ নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আর স্বাধীনতা বিরোধীদের আবারও প্রতিহত করে মুক্তিযুদ্ধের শক্তিকে আ.লীগ তথা শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

শনিবার দুপুরে সুনামগঞ্জে শোকের মাস উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাদ যায়নি সুনামগঞ্জের হাওরপাড় ও সীমান্ত এলাকা যা আর কোনো সরকার করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী করতে সতর্কতার সাথে কাজ করুন।

এমপি রতন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করেছে তার কাছের মানুষ। তাদেরকে আমরা চিনেছি। আগে চিনতে পারিনি। আর বর্তমান সময়ে আমাদের দলের ক্ষতি করছে দলের মানুষ পাশের মানুষ, তাদেরকে আমরা চিনেছি। শোককে শক্তিতে রূপান্তরিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য দেশ ও নিজেদের উন্নয়নের জন্য আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকেই বিজয়ী করার আহবান জানান সংসদ সদস্য।

সভায় উপজেলার উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মাসুক মিয়া ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ আবুল হোসেন খাঁ, সহ-সভাপতি আলহাজ আলখাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক অমল কর, ধর্মপাশা উপজেলা আ. লীগের সভাপতি শামিম আহমেদ বিলকিছ, উত্তর বড়দল ইউনিয়নের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন আ.লীগের সভাপতি জুনাব আলী, তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, রায়হান উদ্দিন রিপন, বীর মুক্তিযোদ্ধা শহীদ তালুকদার, সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হায়দার, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল আহমদ মানিকসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

সালথায় নির্বাচনের ৬ দিন আগে প্রতীক পেলেন দুই প্রার্থী 

নির্বাচনি আচরণবিধি লঙ্গন: বিশ্বম্ভরপুরে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্য

এমপি আমুর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ

দরপত্র ছাড়াই ব্রিজের মালামাল বিক্রির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

ফরিদপুরে নকল আইসক্রিম তৈরির কারখানায় জরিমানা

ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি গ্রহণে পিছিয়ে আছি: কৃষিবিদ শওকত ওসমান

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, ভূমি অধিগ্রহণে জটিলতা

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :