কোমরের বেল্ট থেকে ৪ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৩, ২০:৫৬| আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২১:০৪
অ- অ+

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ আরিফুল ইসলাম (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রকিবুল ইসলাম। আটক আরিফুল ইসলাম (৩০) দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মনজুর আলী বিশ্বাসের ছেলে।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে সুলতানপুর সীমান্তের নাস্তিপুর গ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয় বিজিবির টহল দল। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে পেঁচানো সাদা কাপড়ের তৈরি বেল্টের ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের ছোট বড় ৪৬টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রকিবুল ইসলাম বলেন, স্বর্ণের বারের শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
জাতীয় প্রেস ক্লাবের বিবৃতি: মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা