ঝিনাইগাতীতে অবৈধভাবে আনা ভারতীয় প্রসাধনী উদ্ধার

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৩, ১১:২০
অ- অ+

শেরপুরের ঝিনাইগাতীতে ভারত থেকে অবৈধভাবে আনা প্রসাধনী সামগ্রীসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার তামাগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গুমড়া গ্রামেন মৃত আব্দুল লতিফের ছেলে সামছুল হক (৫০), তামাগাঁও গ্রামের লাল মিয়ার ছেলে সোলাইমান (২৬) এবং কফিল উদ্দিনের ছেলে আবু তাহের (২০)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়ার নির্দেশে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার তামাগাঁও এলাকা থেকে অটোগাড়িতে করে অবৈধভাবে আনা ৭ বস্তা ভারতীয় প্রসাধনী সামগ্রী, ব্যাথানাশক ক্রীম ও চশমাসহ ৩ জনকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত মালামালের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ হবে না!
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা