বরিশালে সেপটিক ট্যাংকে নেমে বাবা-ছেলের মৃত্যু

ব‌রিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৩, ১৮:৪২
অ- অ+

বরিশালের বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- উপজেলার উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাওলাদার বাড়ির আবুল কালাম হাওলাদার (৭০) ও তার ছেলে কামরুল ইসলাম হায়দার (৪৩)।

বানারীপাড়া থানার এসআই ওসমান গনি পরিবারের বরাতে জানান, কয়েকদিন আগে নিজ বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করে। সেন্টারিং খুলতে সেপটিক ট্যাংকের মধ্যে জমে থাকা পানি বালতি দিয়ে পরিস্কার করছিলেন ছেলে হায়দার। এক পর্যায়ে বালতি ট্যাংকের ভেতরে পড়ে যায়। ওই বালতি তুলতে গিয়ে ট্যাংকের মধ্যে নেমে হায়দার অজ্ঞান হয়ে পড়েন। এ দৃশ্য দেখে ছেলেকে উদ্ধারের জন্য বৃদ্ধ বাবা সেপটিক ট্যাংকে নেমে পড়েন। সেখানে নেমে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা অচেতন অবস্থায় বাব-ছেলেকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এসআই ওসমান গনি আরো বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা