ছয় কোটি টাকার টেন্ডার: ঠিকাদারদের সিডিউল কিনতে দেয়নি এমপির একান্ত সহকারী

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৩, ২৩:৩৭| আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২৩:৪৬
অ- অ+

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রায় ছয় কোটি টাকার টেন্ডার সিডিউল ক্রয় করতে পারেননি ঠিকাদাররা। সামেক হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে সিডিউল দিচ্ছেন না বলে অভিযোগ আগ্রহী এক ঠিকাদারের।

এ ব্যাপারে সোমবার (২৮ আগস্ট) সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ইঞ্জিনিয়ার মো. শামীম। এর আগে ২৪ আগস্ট পুলিশ সুপারের কাছেও একটি অভিযোগ করেন তিনি।

অভিযোগে ইঞ্জিনিয়ার মো. শামীম উল্লেখ করেছেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়ের জন্য গত ৬ আগস্ট দরপত্র আহবান করা হয়। তিনি দরপত্রের সকল নিয়ম বিধি মেনে অংশগ্রহণ করার জন্য সামেক হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর কাছে সিডিউল ক্রয় করতে যান। ডা. শীতল চৌধুরী তাকে সিডিউল বিক্রেতা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের খায়রুল ইসলামের রুমে যাওয়ার কথা বলেন।

ইঞ্জিনিয়ার মো. শামীম বলেন, আমি খায়রুল ইসলামের কাছে সিডিউল চাইলে তিনি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী মাহফুজুর রহমান ও মৎস্য জীবী লীগ নেতা শাহীনকে ফোন করে ডেকে নিয়ে আসেন। তারা এসে জোর পূর্বক আমার সিডিউল ক্রয়ের সকল কাগজপত্র কেড়ে নিয়ে চলে যান।

শামীম বলেন, এমপির পিএ সিডিউল কেড়ে নেওয়াই আমি সিডিউল কিনতে পারিনি। এমনকি মেডিকেল কলেজের নিচে ৩০-৩৫ জন ক্যাডার বাহিনী রেখে সিডিউল কিনতে আস লোকদের ভয়-ভীতি দেখিয়ে বের করে দেয়। যে কারণে অনেকেই শিডিউল কিনতে পারেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ আগস্ট একটি জাতীয় দৈনিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ইউডিসিএল বর্হিভূত ঔষধ, চিকিৎসা ও সল্য চিকিৎসা সরঞ্জামাদি, গজ ব্যান্ডেজ ও তুলা, লিলেন সামগ্রী, এক্স-রে ফ্লিম, ইসিজি পেপার সমূহ, আসবাবপত্র ও কিচেন সামগ্রী এবং আসবাবপত্র সরবরাহের জন্য দরপত্র আহবান করা হয়। আগামী ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এসব মালামাল সরবরাহের উক্ত দরপত্রের মূল্য প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকা। পত্রিকার বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ আগস্ট ২০২৩ হতে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দরপত্র বিক্রয় করা হবে বলে উল্লেখ করা হয়েছে এবং ৪ সেপ্টেম্বর ২০২৩ বেলা ১০টা হতে ১২ পর্যন্ত দরপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক আগ্রহী ঠিকাদারের অভিযোগ, পূর্ব নির্ধারিত ব্যক্তিদেরকে উক্ত কাজ পাইয়ে দেওয়ার জন্য একটি সিন্ডিকেট দরপত্র নিয়ন্ত্রণ করেছে। এজন্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী মাহফুজুর রহমানের নেতৃত্বে সিডিউল কিনতে আশা ব্যক্তিদের বাধা দেয়া হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর সাথে মোবাইলে যোগাযোগ করা হয়। তবে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

অভিযোগ বিষয়ে জানতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী মাহফুজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহর এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার 
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা