বরগুনায় বিদেশি মদ ও অস্ত্রসহ আটক ১

বরগুনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৪
অ- অ+

বরগুনার পাথরঘাটায় বিআরটিসি বাস থেকে বিদেশি মদ ও বিভিন্ন ধরনের অস্ত্রসহ শেখ মমিনুল ইসলামকে আটক করেছে কোস্টগার্ড।

এসময় তার কাছ থেকে এয়ারগান নিউ ডাইনা-৩৫ মডেলের পাঁচটি আগ্নেয়াস্ত্র, মেকানাইজ বিদেশি পিস্তল নাইন এমএম একটি, পাঁচ রাউন্ড তাজা বুলেট এবং একটি বোতল বিদেশি মদসহ নগদ ৩৫০ টাকা জব্দ করা হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকায় বিআরটিসি বাস থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শেখ মমিনুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা ভাঙ্গা গ্রামের মৃত শেখ আনসারুল্লাহ আজাদের ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. এম. হাসান মেহেদী তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা থেকে পাথরঘাটার উদ্দেশ্যে যাওয়া একটি বিআরটিসি বাসে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ মদ নিয়ে আসা হচ্ছে এমন গোপন খবরে আগে থেকেই অবস্থান নেয় কোস্টগার্ড। পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের মুন্সিরহাট এলাকায় ওই বাস থেকে যাত্রী নামানোর সময় গাড়ি তল্লাশি করা হয়। বাসের মধ্যে বক্সে একটি বস্তায় পাওয়া যায়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় এ অস্ত্রগুলি পাথরঘাটা রুট হয়ে নৌপথে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেজন্যই পাথরঘাটাকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছেন তিনি। এর আগেও তিনি অস্ত্র চোরাকারবারির কাজ করেছেন।

কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছে জানতে চাইলে কোস্টগার্ড অফিসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ অস্ত্রগুলি পার্শ্ববর্তী দেশ থেকে আনা হয়েছে।

জানতে চাইলে তিনি জানান, অস্ত্র ও মাদক আইনে মামলায় শেখ মমিনুলকে গ্রেপ্তার দেখিয়ে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা