সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ২টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের সাপখালী বিলে এ ঘটনা ঘটে।
নিহত আবুল আজিজ গাজী (৬৫) পূর্ব কৈখালী গ্রামের মৃত বাহার আলী গাজীর পুত্র।
স্থানীয়দের বরাত দিয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, আবুল আজিজ গাজী সোমবার দুপুরে সাপখালী বিলে নিজের জমিতে সার দিচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এআর)

মন্তব্য করুন