মাদারীপুরে কারাগারে হাজতির মৃত্যু

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩২
অ- অ+

মাদারীপুর জেলা কারাগারের নিক্সন বেপারী (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিক্সন শিবচর উপজেলার বসুন্ধরা এলাকার মৃত আলতাফ হোসেন বেপারীর ছেলে।

জেলা কারাগার সূত্র জানায়, চলতি বছর ভুয়া মেজর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শিবচর থানায় একটি মামলা করেন আব্দুল আলিম মিয়া নামে এক ব্যক্তি। এ মামলায় গত ২১ আগস্ট স্বেচ্ছায় আদালতে হাজির হলে বিচারক নিক্সনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাতে খাবার খাওয়ার পর হাজতি নিক্সনের হঠাৎ বুকে ব্যথা ওঠে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান নিক্সন। কারাগারে থাকা নিক্সনের মামলার মঙ্গলবার রিমান্ড শুনানি হওয়ার কথা ছিল।

মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, এর আগেও নিক্সন বিভিন্ন মামলায় কারাগারে আসেন। পরে জামিন নিয়ে ফিরেও গেছেন। গত ২১ আগস্ট কারাগারে আসার পর থেকেই নিক্সন অসুস্থ ছিলেন। বিষয়টি তার পরিবারও অবগত। আইনি প্রক্রিয়া শেষে হাজতির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মাদারীপুর জেলা কারাগারের চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন নিক্সন। এর আগেও তিনি ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় আম গাছের চূড়া থেকে ৭ ঘণ্টা পর উদ্ধার  কিশোরী
রামগঞ্জে নারীকে গলা কেটে হত্যা
ইতালির সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা ভয়ানক লাভা ছড়াচ্ছে
রোনালদোপুত্রের অভিষেকে পর্তুগালের জয়, পিতার আবেগঘন পোস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা