বুবলীর ছেলের স্কুলে প্রথম দিন, সঙ্গী হলেন বাবা শাকিবও

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫২| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৩
অ- অ+

এইতো কদিন আগের কথা। তারকা দম্পতি শাকিব-বুবলী দুজনেই বলেছিলেন, এক হওয়া তো দূরের কথা, তারা আর কখনও একে অপরের মুখ পর্যন্ত দেখবেন না। সেসব মান অভিমানের কথা এখন অতীত। কারণ, সবকিছুকে পাশ কাটিয়ে ছোট ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে একসঙ্গে স্কুলে ছুটলেন চর্চিত এই দম্পতি।

বৃহস্পতিবার ছিল তিন বছর বয়সী বীরের স্কুলে প্রথম দিন। বসুন্ধরার একটি ব্যয়বহুল স্কুলে ভর্তি করানো হয়েছে তাকে। নাম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। এদিন সকাল সকাল বাবা শাকিব খান ও মা বুবলীর হাত ধরে ওই স্কুলের পথে রওনা হয় বীর। সেই মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন বুবলী নিজেই।

ছবিগুলোতে দেখা যায়, ম্যাচিং করে সাদা ড্রেস পরেছেন শাকিব-বুবলী ও তাদের সন্তান বীর। ছবিগুলোর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ, আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলে প্রথম দিন। এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাটি হাটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!’

ভক্তদের কাছে দোয়া চেয়ে বুবলী আরও লিখেছেন, ‘অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’

২০১৬ সালে শাকিব খানের বিপরীতেই ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বুবলীর চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ধারাবাহিক এক ডজন সিনেমায় তারা একসঙ্গে কাজ করেন। জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। ২০১৭ সালে শাকিব খান তার প্রথম স্ত্রী অপু বিশ্বাস তালাক দিয়ে পরের বছরের ২০ জুলাই গোপনে বিয়ে করেন বুবলীকে।

২০২০ সালের ২১ মার্চ শাকিব-বুবলীর সংসারে আসে পুত্রসন্তান শেহজাদ খান বীর। এ খবরও গোপন ছিল। সবকিছুই প্রকাশ হয় গত বছরের ৩০ সেপ্টেম্বর। এর দুদিন পরেই জানা যায়, তাদের দাম্পত্য কলহের কথা। শাকিব খান একাধিক সাক্ষাৎকারে জানিয়ে দেন বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

তবে স্ত্রীদের সঙ্গে সম্পর্ক না রাখলেও দুই সন্তানের ব্যাপারে বরাবরই দায়িত্বশীল শাকিব খান। কিছুদিন আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে আমেরিকা ঘুরিয়ে এনেছেন। তার স্কুল যাত্রায়ও সঙ্গে ছিলেন। এবার সঙ্গী হলেন ছোট ছেলে শেহজাদ খান বীরের স্কুল যাত্রায়।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাকিব-বুবলীর বিয়েই হয়নি! বোমা ফাটালেন প্রযোজক ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা