মুক্তির দিনেই অনলাইনে ফাঁস শাহরুখের ‘জাওয়ান’

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৪
অ- অ+

ভারত, বাংলাদেশসহ সারাবিশ্বে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’। মুক্তির পর থেকেই সিনেমাটি দেখার জন্য হলের সামনে লম্বা লাইনে টিকিট কাটছেন শাহরুখ ভক্তরা। দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় এ সিনেমায় একদম নতুন অবতারে দেখা যাবে কিং খানকে।

তবে, সিনেমাটি দেখার জন্য যখন লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ ঠিক তখন অনলাইনে ফাঁস হল ‘জওয়ান’। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই পাইরেসির শিকার হয়েছে সিনেমাটি। অনলাইনে বিভিন্ন প্লার্টফর্মে দেখা যাচ্ছে ‘জওয়ান’র এইচডি কোয়ালিটির প্রিন্ট। টরেন্ট ওয়েবসাইট কিংবা তামিল রকার্স, টেলিগ্রাম, মুভিরুলসেও পাওয়া যাচ্ছে সিনেমাটি।

পাইরেসির হাত থেকে রক্ষা পেতে নানা ব্যবস্থাই নিয়েছিল নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। তবুও শেষ রক্ষা হলো না, অনলাইনেই দেখা যাচ্ছে পুরো ছবি।

বৃহস্পতিবার সকালে বিশ্বব্যাপী ১০ হাজার হলে মুক্তি পেয়েছে জাওয়ান। এর মধ্যে বাংলাদেশের ৪৮ প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। শাহরুখের নতুন এই ছবি মুক্তির আগেই ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা চোখে পড়েছে।

‘জাওয়ান’ সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি। এই সিনেমার মাধ্যমে প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা গেছে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এতে আছেন সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা