ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা (সদর-বিজয়নগর) জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত রবিবার শহরের ওস্তাদ সুর সম্রাট আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা। এতে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা নাজনিন সুলতানা, ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাহিদুর রহমান টেপা বলেন, আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতায় যাওয়ার লড়াইয় গোটা জাতিকে এক অনিশ্চয়তায় মুখে ঠেলে দিচ্ছে। শুধুমাত্র এদের ক্ষমতার প্রতিযোগিতার কারণে বিদেশীরা আজ আমাদের বিষয়ে হস্তক্ষেপ করতে সাহস পেয়েছে। আমাদের সমস্যা আমরা সমাধান করবো। আর এরজন্য প্রয়োজন জনতার ঐক্য।
তিনি বলেন, জাতীয় পার্টি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি। করেছে উন্নয়নের রাজনীতি। আমাদের চেয়ারম্যান জিএম কাদের একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। প্রয়াত এরশাদের উন্নয়ন এবং জিএম কাদেরের ইমেজকে কাজে লাগিয়ে দলকে আরো শক্তিশালী করে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। জনগণই আওয়ামী লীগ ও বিএনপির প্রতি অতিষ্ঠ। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে রেজাউল ইসলাম ভুঁইয়া বলেন, এদেশে যত উন্নয়ন হয়েছে তার সিংহভাগই এরশাদ শাসনামলে হয়েছে। জনগণ এরশাদ আমলেই গণতন্ত্রের প্রকৃত স্বাদ পেয়েছে। জাতীয় পার্টির শাসনামলে দলীয়করণ ছিলো না। আজ রাষ্ট্রের প্রতিটি সেক্টরে চলছে দলীয়করণ। যা শুরু হয়েছে ১৯৯১ সাল থেকেই। আজকে মেধার কোনো মূল্যায়ণ নেই। মূল্যায়ণ হয় দলীয় ভিত্তিতে। আওয়ামী লীগ-বিএনপি যারাই ক্ষমতায় আসে, তারা তাদের কর্মীদের এমন পদে আসীন করেন, যা তারা যোগ্য নন। যার ফলে রাষ্ট্র ও সমাজ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
জেবি

মন্তব্য করুন