আগামী‌তে বিএনপির ভয়ংকর চেহারা বে‌রি‌য়ে আস‌বে: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৪| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১১
অ- অ+

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি বলেছেন, ‘বিএনপি এখন বোরকা পড়েছে, সাধু সেজেছে, শিগগিরই তাদের ভয়ংকর চেহারা বেরিয়ে আসবে। তারা শান্তিপূর্ণ আন্দোলনের নামে বিগত দিনের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করবে। এ বিষয়ে সবাই সতর্ক ও সচেতন থাকুন।’

বুধবার রাতে মাদারীপুরের পাকদি এলাকার নতুন বাসস্ট্যান্ডের হলরুমে শ্রমিকদের মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাদারীপুর-২ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপি এখন আর আন্দোলন করে জমাতে পারবে না। বিএনপির প্রচেষ্টা ছিল বিদেশিদের কাছে নালিশ দিয়ে সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করা, নিরপেক্ষ সরকার গঠনের জন্য ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য। সেটা করতে তারা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ‘বিদেশিরা বাংলাদেশে এসেছেন, তারা সম্মানী ব্যক্তি। এ দেশের মানুষ যা চায়, বিদেশিরাও তা চায়। বিদেশিরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এ কথা কখনই বলেনি। তারা বলেছেন একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে বলে মনে করেন বিদেশিরা।’

জনগণ বিএনপির সঙ্গে নেই উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘জনগণ বিএনপিকে বিশ্বাস করে না। বিএনপির কথায় এখন গণঅভ্যুত্থান হয় না। গণঅভ্যুত্থান হয়েছিল বঙ্গবন্ধুর কথায়, আর শেখ হাসিনার কথায়। বিএনপি একটি সন্ত্রাসী দল। এর প্রমাণ বিগত দিনে মানুষ পুড়িয়ে-পিটিয়ে হত্যা করেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে। এই সন্ত্রাসী দল জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। বিদেশিরাও মনে করে বিএনপি একটি সন্ত্রাসী দল। কানাডার আদালতে বেশ কয়েকবারও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে।’

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান, হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার মো. শাহীনুর আলম খান, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, বিআরটিএর মাদারীপুরের সহকারী পরিচালক নুরুল হোসেন, আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি শ্রমিক নেতা খাইরুল হাসান ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ আরও অনেকেই।

(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা