চাঁদপুরে খাল থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০০| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৯
অ- অ+

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে রিকশাচালক দুলাল হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রঘুনাথপুরে ইয়াকুব বেপারী বাড়ির সামনে রাস্তার পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিকশাচালক দুলাল হাওলাদার ভোলা জেলার চরফ্যাশন এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে।

জানা যায়, দুলাল হাওলাদার তার স্ত্রী-স্বজনদের নিয়ে গুনরাজদী এলাকার সরকারি চাকরিজীবী কাউসারের বাড়িতে ভাড়া থাকেন। গ্রাম পুলিশ কুদ্দুস সকাল সাড়ে ৭টায় খালে মরদেহটি দেখতে পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক মীরসহ অন্যরা উপস্থিত ছিলেন। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই। খবর পেয়ে স্ত্রী কোহিনুর বেগম ও ছেলে নাহিদ হোসেন চাঁদপুর সদর মডেল থানায় এসে মরদেহটি শনাক্ত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পরিবারেরর স্বজনরা জানায়, রাত ১০টার সময় তার নিজস্ব অটোরিকশাটি নিয়ে প্রতিদিনের ন্যায় দুলাল ঘর থেকে বেরিয়ে পড়ে। অটোরিকশা ছিনতাইকারীরা তাকে ঘটনাস্থলে নিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় হত্যাকারীদের খুব দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান পরিবারের স্বজনরা।

সদর সার্কেল ইয়াসিন আরাফাত জানান, একজন রিকশাচালককে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত করে এর সাথে জড়িতদের খুব দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ।

(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা