দুই জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

দুই জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। জেলাগুলো হলো- হবিগঞ্জ ও লক্ষ্মীপুর। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আছিয়া বেগমকে হবিগঞ্জের এডিসি এবং হবিগঞ্জ বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহকে লক্ষ্মীপুরের এডিসি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়া কর্মকর্তারা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসএস/কেএম)

মন্তব্য করুন