‘জওয়ান’-এর এক সপ্তাহ, কত আয় করল শাহরুখ খানের সিনেমাটি?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১
অ- অ+

দেখতে দেখতে ‘জওয়ান’ তার প্রথম সপ্তাহ কাটিয়ে ফেলল। বলিউড বাদশাহ শাহরুখ খানের এই সিনেমা নিয়ে মাতামাতি দেখার মতো। এক সপ্তাহেই জওয়ান ভেঙে দিয়েছে বলিউডের বেশ কয়েকটি রেকর্ড। সবচেয়ে দ্রুত প্রবেশ করেছে ৩০০ কোটির ঘরে, যা আগে কোনো বলিউড সিনেমা পারেনি।

অন্যদিকে আবার, বিশ্ববাজার ধরলে শাহরুখ খানের সিনেমা পেরিয়ে গেছে ৬০০ কোটি রুপি। সেটিও দ্রুততম বলিউড। এর আগে এই রেকর্ড ছিল শাহরুখেরই সিনেমা ‘পাঠান’-এর কাছে। sacnilk.com-এর রিপোর্ট বলছে, ‘জওয়ান’ দ্বিতীয় বৃহস্পতিবার ১৮ কোটি রুপির ব্যবসা করেছে।

‘জওয়ান’-এর বক্স অফিস কালেকশন

দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের প্রথম বলিউড সিনেমা ‘জওয়ান’ বক্স অফিসে আসে গত ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। দেখে নিন সিনেমাটির এক সপ্তাহের পূর্ণাঙ্গ বক্স অফিস রিপোর্ট-

বৃহস্পতিবার: ৭৫ কোটি (হিন্দি ৬৫.৫ কোটি, তামিল ৫.৫ কোটি, তেলুগু ৪ কোটি)

শুক্রবার: ৫৩.২৩ কোটি (হিন্দি ৪৬.২৩ কোটি, তামিল ৩.৮১ কোটি, তেলুগু ৩.১৩ কোটি)

শনিবার: ৭৭.৮৩ কোটি (হিন্দি- ৬৮.৭২ কোটি, তামিল ৫.৩৪ কোটি, তেলুগু ৩.১৩কোটি)

রবিবার: ৮০.১ কোটি (হিন্দি- ৭১.৬৩ কোটি, তামিল ৫ কোটি, তেলুগু ৩.১৩ কোটি)

সোমবার: ৩৯.৯২ কোটি (হিন্দি- ৩০.৫ কোটি, তামিল ১.৩ কোটি, তেলুগু ১.১২ কোটি)

মঙ্গলবার: ২৬ কোটি (হিন্দি- ২৪ কোটি, তামিল ১.০৫ কোটি, তেলুগু ০.৯৫ কোটি)

বুধবার: ২৩.২ কোটি (হিন্দি- ২১.৩ কোটি, তামিল ১ কোটি, তেলুগু ৯০ লাখ)

বৃহস্পতিবার: ১৮ কোটি

অর্থাৎ এক সপ্তাহে ভারতীয় বক্স অফিসে মোট ৩৮৬.২৮ কোটি রুপির ব্যবসা করেছে ‘জওয়ান’। এর মধ্যে হিন্দিতেই আয় হয়েছে ৩৪৫.৮৮ কোটি। তামিলে ২৮.০৬ কোটি আর তেলুগু-তে ১৭.৩৪ কোটি। অন্যদিকে, বিশ্ববাজারে সিনেমাটির আয় ৬০০ কোটি ছাড়িয়ে গেছে।

এদিকে, ‘জওয়ান’ আসতেই বক্স অফিসে রমরমিয়ে চলতে থাকা ‘গদর ২’-এর গাড়ি থেমে গেছে। গত ১১ আগস্ট থেকে প্রায় একাই রাজত্ব করছিল সানি দেওল আর আমিশা পাটেলের এই সিনেমা। তবে শাহরুখ এসে বুঝিয়ে দিলেন তিনিই আসল বাদশাহ।

আপাতত ‘গদর ২’ আটকে আছে ৫১৭ কোটি রুপিতে। তবুও ‘বাহুবলী ২’-এর হিন্দি ভার্সনকে টপকে এই সিনেমা এখন ভারতের সর্বাধিক উপার্জিত বলিউড ছবির তালিকায় দ্বিতীয় নম্বরে। এক নম্বরে রয়েছে শাহরুখ খানের বছরের শুরুর রিলিজ ‘পাঠান’। যার সংগ্রহে রয়েছে ৫৪০ কোটি রুপি। তবে ‘জওয়ান’ যে আনায়াসে এই দুই সিনেমাকে টপকে যাবে, তা বলাই বাহুল্য।

এদিকে, বছর শেষে আরও একবার ফেরার কথা রয়েছে শাহরুখ খানের। রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ নিয়ে, যাতে তিনি জুটি বেঁধেছেন তাপসী পান্নুর সঙ্গে। সঙ্গে রয়েছে ভিকি কৌশলও। ২২ ডিসেম্বর মুক্তির প্রথামিক ঘোষণা হয়েছিল এ সিনেমার।

যদিও তারিখটা এখনো নিশ্চিত নয়। কারণ নভেম্বরের শুরুতে দিওয়ালিতে হলে আসবে সালমান-ক্যাটরিনার ‘টাইগার ৩’। তাতেও এন্ট্রি নিচ্ছেন ‘পাঠান’ শাহরুখ খান। যদিও তা ক্যামিও। বন্ধু সালমানের জন্য ‘ডাঙ্কি’র মুক্তি পিছিয়ে ২০২৪ সাল করে দেবেন শাহরুখ, এমনটাই খবর।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাসিরনগরে দুই গোত্রের সংঘর্ষে নিহত ১, আহত ১০
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ হবে না!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা