নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে মিনিস্টারস অ্যাপার্টমেন্টে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া নতুন প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসাইন এবং ঢাকা জেলা জজশীপের ভারপ্রাপ্ত বিচারক (নেজারত বিভাগ) মিটফুল ইসলাম। এতে মহিলা নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, ঢাকা জেলা জজশিপের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জীনাত সুলতানাসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।
মঙ্গলবার দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। এই দিন রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন আগামী ২৫ সেপ্টেম্বর। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায়, গত ৩১ আগস্ট ছিল তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস। হাসান ফয়েজ সিদ্দিকী ২০২১ সালের ৩১ ডিসেম্বর শপথগ্রহণের মাধ্যমে প্রধান বিচারপতি পদে দায়িত্ব গ্রহণ করেন। টানা ২০ মাস বিচারিক দায়িত্ব পালন করেন তিনি। তার ৬৭ বছর পূর্ণ হবে ২৫ সেপ্টেম্বর। তাই সংবিধান অনুসারে ওইদিন তিনি অবসরে যাবেন।
এর আগে ৩১ আগস্ট এক সপ্তাহের জন্য (১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে।
ওবায়দুল হাসান ১৯৮৬ সালে জেলা আদালত, ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এসএস/কেএম)
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না পররাষ্ট্রের জাকির

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শপথ নেবেন আজ

সাজার বিরুদ্ধে আপিল করেছেন আদিলুর-নাসির

আজ অবসরে যাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, মনোনীত ১০৪

নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ নেবেন মঙ্গলবার

দুই এডিসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন স্থগিত
