একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহর প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০১| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৫
অ- অ+

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী জিনাত বরকতউল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ।

বুধবার বিকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জিনাত বরকতউল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ নিয়ে চলতি বছরের শুরুর দিকে হাসপাতালেও ভর্তি ছিলেন।

স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নত্যৃ চর্চা বিকাশে বিশেষ ভূমিকা পালন করেন তিনি। নৃত্যশিল্পে অবদানের জন্য ২০১৮ সালে জিনাত বরকতুল্লাহ শিল্পকলা একাডেমি পদক পান। আর ২০২২ সালে সরকার তাকে একুশে পদক প্রদান করে।

মেয়ে বিজরী বরকতুল্লাহের সেলফিতে জিনাত বরকতুল্লাহ

নৃত্য চর্চার পাশাপাশি তিনি ছিলেন গুণী অভিনেত্রী। বাংলাদেশ টেলিভিশনে ১৯৮০ সালে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ জিনাত বরকতউল্লাহর। পরে প্রায় ৮০টি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবনে জিনাত নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ৩ আগস্ট মোহাম্মদ বরকতুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই দম্পতির দুই কন্যা সন্তান হলেন- বিজরী বরকতুল্লাহ ও কাজরী বরকতুল্লাহ।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/টিএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা