শ্রীমঙ্গলে অভিযানে নকল চাপাতা জব্দ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৩| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৬
অ- অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাপাতার গুদামে চা বোর্ডের অভিযানে বেরিয়ে এসেছে নকল প্যাকেজিং চা কারখানায় সকল উপকরণ। পাওয়া গেছে অবৈধ, মেয়াদ উত্তীর্ণ চাপাতাসহ বিভিন্ন নামিদামি ব্রান্ডের নকল চাপাতার মোড়ক। বৃহস্পতিবার দুপুরে চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে শহরের সোনারবাংলা রোডস্থ সমর মিয়ার চা পাতার গুদাম তানভীর টি হাউসে এই অভিযান চালানো হয়।

এসময় দুই শতাধিক বস্তা চা পাতা, বিভিন্ন ব্রান্ডের নামে তৈরি নকল প্যাকেট ও অন্যান্য উপকরণসহ গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

চা বোর্ড সূত্রে জানা যায়, সমর মিয়া দীর্ঘদিন থেকে ফিনলেসহ দেশের নামিদামি চা কোম্পানি, ভারতীয় চা ব্রান্ড কলকাতা টিসহ বিভিন্ন নামিদামি ব্রান্ডের মোড়ক নকল করে চা পাতা বাজারজাত করে আসছে। এবং তানভীর টি হাউসের নামে দেশের বিভিন্ন এলাকায় চালান দিচ্ছে। অভিযানকালে গুদামের ভেতরে নকল মোড়ক, মেশিনসহ বিভিন্ন উপকরণ পাওয়া যায়। গুদামের ভেতরে থাকা দুই শতাধিক বস্তা চা-পাতা জব্দ করা হয়। এসব চাপাতা দেশের চাপাতা নয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়াও এসব চাপাতার অধিকাংশ নিম্নমানের এবং মেয়াদোত্তীর্ণ। অভিযানকালে তানভীর টি হাউসের মূল মালিক সমর মিয়াকে পাওয়া যায়নি।

অভিযানকালে উপস্থিত ছিলেন- চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিচালক মো. ইসমাইল হোসেন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।

চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সময় মিয়ার গুদামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফিনলে টি কোম্পানিসহ দেশের নামিদামি ব্রান্ডের নকল মোড়ক, মেশিন এবং আরও বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃষ্টির কারণে আজ পুরো প্রক্রিয়া শেষ করা যায়নি। গুদামটি সিলগালা করা হয়েছে। আগামীকাল এসব আমরা ভালো করে যাচাই-বাছাই করবো। করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

আমরা পঞ্চগড় থেকে এই পরিচালন শুরু করেছি। এটি আমাদের দেশব্যাপী অভিযান। পঞ্চগড়ে ১০ দিন অভিযান পরিচালনা করে চট্টগামে করেছি ১৫দিন ব্যাপী অভিযানের পর গতকাল থেকে শ্রীমঙ্গলে শুরু করেছি। এটি অব্যাহত ভাবে চলবে।

মোবাইল কোর্টের অভিযান পরিচালনার পর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চা বিক্রয়, ফিনলেসহ বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের নকল মোড়ক প্রিন্ট করে দুর্গন্ধযুক্ত নিম্নমানের চা ভরে বিক্রয়, নিলাম বহির্ভূত অবৈধ চা মজুদ, চা বোর্ডের বিডার ও ব্লেন্ডার লাইসেন্স না নিয়ে অনুমোদনবিহীন ব্র্যান্ডে চা বিক্রয়ের অপরাধে শ্রীমঙ্গলের তানভীর টি হাউজে অভিযান চালিয়ে ৮ বস্তা নকল চায়ের মোড়ক জব্দ এবং সাতটি চায়ের গুদাম সাময়িকভাবে বন্ধ করেছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত।

(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজ থেকে ফিরেছেন ৬৫৫৭৩, এখনো বাকি ২১৫৮৪ জন
ধামরাইয়ে কনের নাচে বিয়ে ভাঙার দাবি ভিত্তিহীন, সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গুজব
রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
১৪-২৪ মার্কা নির্বাচনের আলামত দেখা যাচ্ছে: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা