বিচ্ছেদের দুই বছর পর ফের বিয়ে করছেন স্বাগতা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫১
অ- অ+

এক ছাদের নিচে টানা ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন চিত্রগ্রাহক রাশেদ জামান ও অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। এরপর থেকে সিঙ্গেল জীবনই উপভোগ করছেন স্বাগতা। তবে এবার জানালেন, একাকী জীবনকে বিদায় জানিয়ে ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চলতি বছরের শেষে বিয়ে করতে যাচ্ছেন উল্লেখ করে সংবাদমাধ্যমে স্বাগতা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, যে মানুষটির সঙ্গে এখন আমি সম্পর্কে আছি, তার সঙ্গে আগামী দিনের পথচলা সহজ হবে। আমাদের বোঝাপড়াও ভালো। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কাকে বিয়ে করছি, সময় হলেই তা সবাই জানতে পারবেন। সবার কাছে আমাদের জন্য শুভকামনা চাইছি।’

তবে বরের পরিচয় প্রকাশ করেননি স্বাগতা। একাধিক সূত্রে জানা গেছে, হাসান আজাদকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী। একসঙ্গে গান করেন তারা। এরইমধ্যে তাদের একাধিক গান প্রকাশ পেয়েছে।

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর স্বাগতা বলেছিলেন, ‘আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।’

অভিনয়ের পাশাপাশি গানেও পারদর্শী স্বাগতা। গত জুন মাসে মুক্তি পেয়েছে তার নতুন গান ‘সে সামথিং’। গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, ছোটবেলা থেকেই গান করেন স্বাগতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদল গঠন করেছিলেন। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবামও প্রকাশ করেছিলেন। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা