ফরিদপুরকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে হবে: এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট

বঙ্গবন্ধুর জন্মভূমি ফরিদপুরকে অর্থনৈতিক হাব হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধিসহ সবার প্রতি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও ফরিদপুর পূজা উদযাপন কমিটির সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ। তিনি বলেন, বেকারত্ব দূর করার জন্য সরকারি ও ব্যক্তি পর্যায়ে শিল্প-কারখানা স্থাপন করতে হবে।
তিনি আরও বলেন, পদ্মা সেতু চালুর মধ্যদিয়ে ফরিদপুর জেলা আধুনিক রূপে রূপান্তরে দাবি উঠেছে। আর এই চাহিদা পূরণ করতে হলে প্রথমে এ জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। আমরা চাই দিল্লী আইআইটি যে শাখা বাংলাদেশে স্থাপনের পরিকল্পনা রয়েছে সেটি ফরিদপুরে করা হোক।
এ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সকল পর্যায়ের জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিরা ঐক্যবদ্ধ থাকলে ফরিদপুরকে আধুনিক অর্থনৈতিক হাব গড়ে তোলা অসম্ভব নয়।
তিনি বলেন, পদ্মা সেতুর দু পাড়ে ডাউন-টাউন সিটির আদলে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এতে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তন হবে ।
ব্যবসায়ী এ নেতা আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ সৎ লোকদের বেছে নেবে । সামনের দিনগুলো দুর্নীতিবাজদের জন্য বেশি শুভকর নয় উল্লেখ করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে ফরিদপুর সদর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবো । তিনি দলের প্রতি আশা রেখে বলেন, আওয়ামী লীগের নীতি নির্ধারণকারীরা তার এই প্রত্যাশার গুরুত্ব দেবেন ।
(ঢাকা টাইমস/২৩সেপ্টেম্বর/এআর)

মন্তব্য করুন