ফরিদপুরকে অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে হবে: এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৩| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৪
অ- অ+
এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট ও ফরিদপুর পূজা উদযাপন কমিটির সভাপতি ড. যশোদা জীবন দেব নাথ।

বঙ্গবন্ধুর জন্মভূমি ফরিদপুরকে অর্থনৈতিক হাব হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধিসহ সবার প্রতি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও ফরিদপুর পূজা উদযাপন কমিটির সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ। তিনি বলেন, বেকারত্ব দূর করার জন্য সরকারি ও ব্যক্তি পর্যায়ে শিল্প-কারখানা স্থাপন করতে হবে।

শুক্রবার রাতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসাবেও রয়েছেন ।

তিনি আরও বলেন, পদ্মা সেতু চালুর মধ্যদিয়ে ফরিদপুর জেলা আধুনিক রূপে রূপান্তরে দাবি উঠেছে। আর এই চাহিদা পূরণ করতে হলে প্রথমে এ জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। আমরা চাই দিল্লী আইআইটি যে শাখা বাংলাদেশে স্থাপনের পরিকল্পনা রয়েছে সেটি ফরিদপুরে করা হোক।

এ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সকল পর্যায়ের জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিরা ঐক্যবদ্ধ থাকলে ফরিদপুরকে আধুনিক অর্থনৈতিক হাব গড়ে তোলা অসম্ভব নয়।

তিনি বলেন, পদ্মা সেতুর দু পাড়ে ডাউন-টাউন সিটির আদলে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এতে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তন হবে ।

ব্যবসায়ী এ নেতা আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ সৎ লোকদের বেছে নেবে । সামনের দিনগুলো দুর্নীতিবাজদের জন্য বেশি শুভকর নয় উল্লেখ করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে ফরিদপুর সদর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবো । তিনি দলের প্রতি আশা রেখে বলেন, আওয়ামী লীগের নীতি নির্ধারণকারীরা তার এই প্রত্যাশার গুরুত্ব দেবেন ।

(ঢাকা টাইমস/২৩সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা