ইয়াবাসহ ডিএমপি পুলিশ সদস্য বরিশালে আটক

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্যকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছেন বরিশাল র‌্যাব-৮।এসময় তার দেহ তল্লাশি করে ৩৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় নগরীর রুপাতলি ভোজনবিলাস রেস্তোরাঁর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মিজানুর রহমান ঝালকাঠি জেলার কৃর্তিপাশা ইউনিয়নের তারাপাশা গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল।

কনস্টেবল মিজানুর রহমান ঢাকা মেট্রোপলিটনের কোর্ট কম্পাউন্ডে কর্মরত ছিলেন।

এ ঘটনায় বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন র‌্যাব সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গতকাল র‌্যাবের অভিযানে ৩৯৮ পিস ইয়াবাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল আটক হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :