মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও মোটিভেশনের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়নে দেশব্যাপী শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও মোটিভেশনের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৪ সেপ্টেম্বর সিলেট সরকারি কলেজে এ উপলক্ষে "মানসিক স্বাস্থ্য বিষয়ক সমীক্ষা ও মতবিনিময়" শীর্ষক অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, 'আমাদের শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট ইতিবাচকতা রয়েছে। তারা আত্মপ্রত্যয়ী এবং উদ্যোগী। কোভিডকালীন শিক্ষার্থীরা অস্থিরতা, শঙ্কাসহ নানা অনিশ্চিতার মধ্যদিয়ে সময় পার করেছে। কোভিড পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবস্থা কেমন রয়েছে সেটি দেখা জরুরি হয়ে পড়েছে। এটি নিরূপণে সমীক্ষা পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সমীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে।'
মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষকদের চলমান প্রশিক্ষণকে আরো আধুনিক ও উন্নত করা হবে জানিয়ে দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, 'শিক্ষকদের প্রশিক্ষণে প্রায়োগিক দিককে বেশি গুরুত্ব দেয়া হবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয় নানা বিষয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের উজ্জীবিত করার কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।'
উপাচার্য ড. মশিউর রহমান আরো বলেন, 'এদেশের বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মপ্রত্যয় রয়েছে। তারা লেখাপড়ার পাশাপাশি বাবা-মাসহ পরিবারের দেখভালের দায়িত্বও গ্রহণ করে। তারা নিজেদের জীবনের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ওয়াকিবহাল। তাদেরকে আরো বেশি প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে চাই। একইসঙ্গে জীবনের কোনো পর্যায়ে যেন তাদেরকে হতাশা বা বিচ্ছিন্নতাবাদ স্পর্শ করতে না পারে সে বিষয়ে নানামুখী উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।'
সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ জেড এম মাইনুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান।
(ঢাকা টাইমস/২৫সেপ্টেম্বর/ এআর)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ
যবিপ্রবিতে চাকরি পরীক্ষার্থীদের অপহরণের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

তিন বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আজ

নবীন শিক্ষার্থীদের বিশ্বময় প্রতিযোগিতার প্রস্তুতি গ্রহণের আহ্বান উপাচার্যের

নবীন শিক্ষার্থীদের বিশ্বময় প্রতিযোগিতায় প্রস্তুতি গ্রহণের আহ্বান উপাচার্যের

কাগজে কলমে আটকে আছে জবির প্রধান ফটক নির্মাণ পরিকল্পনা

বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়মের ছড়াছড়ি, প্রশ্নবিদ্ধ প্রশাসন

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার

ঢাবি ব্যান্ড সোসাইটির সভাপতি ইনজামাম ও সম্পাদক রুদ্র

ঢাবিতে এক যুগলের বসা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি
