লোহাগাড়ায় মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৫
অ- অ+

চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতের মামলাকে ভিন্ন ধারায় প্রবাহিত করার উদ্দেশ্যে মামলার আসামি ওবায়দুল হকের পক্ষে মানববন্ধনের বিরুদ্ধে পাল্টা সংবাদ, সম্মেলন করেছে জাফর আহমদ।

শুক্রবার সকালে বটতলী মোটর স্টেশনে স্থানীয় একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জাফর আহমদ।

তিনি জানান, বিগত ১২ মার্চ রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়হাতিয়া নির্জন এলাকায় আবুল হাসেমের পুত্র, ওবায়দুল হকসহ ৩/৪জন মিলে আমার পথ গতিরোধ করে নগদ টাকা ও ঘড়ি ছিনিয়ে নেয়। আমি নিরুপায় হয়ে ওবায়দুল হককে আসামী করে চট্টগ্রাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশের হাতে দায়িত্ব অর্পণ করে তদন্ত শুরু করেন। বিজ্ঞ আদালত তদন্ত রিপোর্ট পেয়ে আসামি ওবায়দুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে স্থানীয় থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেন। কিন্তু গত ২৬ সেপ্টম্বর ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাহিত করার জন্য একটি মানববন্ধন করেন। যা সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন।

সংবাদ সম্মেলন জাফরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা