ট্রাকের ধাক্কায় চুরমার তানজিন তিশার গাড়ি! অভিনেত্রীর কী হাল?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৩, ০৯:৩৫
অ- অ+

ঘটনা গত বৃহস্পতিবারের। এদিন রাতে বড়সড় দুঘর্টনার কবলে পড়েন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় ভেঙে চুরমান হয়ে যায় তার শখের প্রাইভেটকারটি। কিন্তু তিশা কেমন আছেন? তার কী হাল?

সেদিন রাতের ওই ঘটনাসহ নিজের স্বাস্থ্যের হাল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তানজিন তিশা। শুক্রবার গাড়িটির দুর্ঘটনা পরবর্তী ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘গত রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারব না। আমি একটি পথ দুর্ঘটনার কবলে পড়ি এবং একটি ট্রাক আমার গাড়িতে ধাক্কা মারে।’

আফসোসের সুরে তিশা লেখেন, ‘অনেক কষ্ট করে উপার্জন করা অর্থ দিয়ে আমি গাড়িটি কিনেছিলাম। আমার কাছে এই ক্ষতি মেনে নেওয়া একেবারেই সম্ভব হচ্ছে না।’

নিজের স্বাস্থ্যের হাল সম্পর্কে জানিয়ে জনপ্রিয় এই অভিনেত্রী লেখেন, ‘একটু আহত হয়েছি। কিন্তু, আপাতত আমি সুরক্ষিত। আল্লাহকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য প্রার্থনা করেন, তাদেরও ধন্যবাদ জানাই।’

এর আগে গত আগস্টে ১০৩ ডিগ্রি জ্বরে কাবু ছিলেন তিশা। সেই সময় বেশ কিছুদিন ভুগতে হয় তাকে। ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। সেই রেশ না কাটতে এবার সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী। তবে দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, তা জানানটি তিশা।

এদিকে, ভক্তরা কমেন্টে তিশার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘আপনি সুস্থ আছেন এটা জেনে অনেক স্বস্তি পেলাম। ভালো থাকবেন।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের খবর। কিন্তু, আপনি সুস্থ আছেন জেনে আমার অত্যন্ত ভালো লাগল।’

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা