লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ২-এর অক্টোবর সেবা কর্মসূচি

সবার জন্য ন্যায় বিচার- এই শ্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২-এর উদ্যোগে অক্টোবর সেবা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বগুড়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বগুড়ার পাঁচটি লায়ন্স ক্লাব- লায়ন্স ক্লাব অব বগুড়া সিটি, বগুড়া সাফা, বগুড়া মহাস্থান, বগুড়া তন্ময় ও বগুড়া সংশপ্তক অক্টোবর সেবা মাস উপলক্ষে এ স্বাস্থ্যসেবার আয়োজন করে।
প্রথম দিন বগুড়া শহরের ৩১২ জন নারী-পুরুষের মাঝে ফ্রি ডায়াবেটিস ও হেলথ চেক-আপ সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লায়ন সুলতান মাহমুদ চৌধুরী আরসি হেডকোয়ার্টার, লায়ন মঞ্জুর কাদির আরসি হেডকোয়ার্টার, লায়ন আতিকুর রহমান মিঠু আরসি হেড কোয়ার্টার, লায়ন নুর এ আলম চৌধুরী আরসি হেড কোয়ার্টার, লায়ন দেবদুলাল দাস আরসি, লায়ন মো. শাহজাহান আলী জোন চেয়ারপারসন ক্লাবস, লায়ন আব্দুল মালেক, লায়ন তাজিন আহমেদ টিটো, লায়ন মাহবুবুর রহমানসহ প্রমুখ।
(ঢাকা টাইমস/০২অক্টোবর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন