ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আ.লীগের বর্ধিত সভা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৩, ২১:২২

ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ অক্টোবর) দুপুরে শহরের রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরউল্লাহ বলেন, নেত্রী আসবেন, আমরা সবাই খুশি। কি হবে, কে উপকৃত হবে এসব আমরা চিন্তা করিনা। কারন আমরা নেত্রীকে মনেপ্রাণে ভালোবাসি। নেত্রী আমাদের এলাকার লোকজনকে অনেক ভালোবাসেন, তার উদার মন। নেত্রীর কাছে আমরা কিছু চাইবো না, নেত্রীর যদি কিছু দেবার থাকে তিনি দিবেন। তিনি যা দিবেন আমরা তাই খুশি হয়ে গ্রহন করবো।

কাজী জাফরউল্লাহ বলেন, নেত্রী চান সকল দলের অংশগ্রহণে নির্বাচন হোক। কিন্তু আমাদের বিরোধী দল যারা তারা মনে করেন ভোটের রাজনীতিতে তারা অনেক পিছিয়ে আছেন। সেই কারণে তারা ষড়যন্ত্রকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয় ইউনিয়ন ওইখানে ধর্না দিলে বোধহয় তারা ক্ষমতায় যাবে। তারা বোঝেনা আমাদের সংবিধান অনুযায়ি ক্ষমতা বদলাবার একটাই মাত্র পথ, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মো: আব্দুর রহমান বলেন, নেত্রীর কাছ থেকে বাংলাদেশের মানুষ যা কিছু পেয়েছে, কাউকে চাইতে হয় নাই। সুতরাং ফরিদপুরে কি করতে হবে, এটি আমাদের চেয়ে তার মাথায় অনেক বেশি আছে এবং তিনি সেভাবেই বাস্তবায়ন করবেন। তিনি বলেন, এদেশে যেকোনো ষড়যন্ত্র থাকুক, সেটাকে মূল উতপাটন করে অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনে হবে। সেই নির্বাচনে দেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনবে।

আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। এরপর ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় প্রেস ব্রিফিং করবেন। পরে ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন ট্রেনে চড়ে প্রধানমন্ত্রী পদ্মা সেতু পাড়ি দেবেন। এরপর ঢাকার কমলাপুর স্টেশন থেকে ভাঙ্গা রেলস্টেশন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :