লোহাগাড়ায় ছাত্রলীগ সভাপতির মামলায় বিএনপির সদস্য সচিবসহ ৫ নেতা কারাগারে

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৪১
অ- অ+
উপজেলা বিএনপির সদস্যসচিব সাজ্জাদুর রহমান চৌধুরীসহ ৫ নেতাকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

চট্টগ্রামের লোহাগাড়ায় গত জুলাই মাসে বিস্ফোরক আইনে উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরীর দায়ের করা একটি মামলায় উপজেলা বিএনপির সদস্যসচিব সাজ্জাদুর রহমান চৌধুরীসহ ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। অন্য নেতারা হলেন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ খোরশেদ আলম সিকদার, নেজাম উদ্দিন মেম্বার ও মোহাম্মদ ফেরদৌস।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা অ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী বলেন, এটি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবি মামলা, আসামিরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। পরে তাদের চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে বিএনপি নেতাদের কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/প্রতিনিধি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা