এলডিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের মতবিনিময় সভা

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রদল কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক ছাত্রদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান মাহবুব। সভায় বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুব আলম দুলু, সহ-সভাপতি রুম্মান ইবনে তাহির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাফিউল আলম সৌরভ ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন রবিন।
সভায় বক্তরা বলেন, সরকার আজ বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে চায়, প্রতিবাদহীন আন্দোলনহীন রাখতে চায়। যেন তাদের অন্যায়-অবৈধ শাসনের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে না ওঠে। তাই দেশ ও জাতির বর্তমান সংকট নিরসনের জন্য ছাত্র সমাজকে ভূমিকা পালন করতে হবে। এই সরকারের সরকারের পতন এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়ে রাজপথে থাকবে গণতান্ত্রিক ছাত্রদল ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।
ঢাকাটাইমস/০৩অক্টোবর/জেবি/ইএস
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

এবারের জাতীয় নির্বাচন সহজ নয়: নাছিম

মৃত বিএনপি নেতাকে আড়াই বছরের সাজা

বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে চুপ থাকা বুদ্ধিজীবীরা সুবিধাবাদী: তথ্যমন্ত্রী

নাশকতা মামলা: টুকু-জুয়েলের দুই বছরের কারাদণ্ড

নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে আ.লীগ দেশকে বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে: গণতন্ত্র মঞ্চ

অবরোধের সমর্থনে ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল

শ্রমজীবী মানুষদের প্রতি নির্দয় আচরণ করছে সরকার: এবি পার্টি

স্বৈরশাসককে বিদায় করতে তীব্র আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই: এলডিপি

নির্যাতিত ও কারাবন্দি নেতাদের পরিবারের পাশে বিএনপি
