দিনাজপুরে দেড় শতাধিক স্মার্টফোন চুরি
দিনাজপুরে ৩টি দোকানের তালা কেটে প্রায় দেড় শতাধিক স্মার্ট মোবাইল ফোন চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার আনুমানিক সকাল ৭টায় দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র মুন্সিপাড়া লিলির মোড়স্থ সমতা মোবাইল মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। জনি এন্টারপ্রাইজ, কবির টেলিকম ও এমবিএন গেজেট নামের তিনটি দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে।
কবির টেলিকমের মালিক কবির জানান, তার দোকানের ৪৯টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। এছাড়াও জনি এন্টারপ্রাইজের ৪৮টি ও এমবিএন গেজেটের ৪৫টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে। চুরি যাওয়া মোবাইলগুলোর আনুমানিক দাম ৫০ লাখ টাকা।
কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, চুরির খরব জানতে পেরে সমতা মার্কেট পরিদর্শন করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় প্রয়োজনীয় আলামতসহ একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মামলা প্রস্তুতি চলছে।
(ঢাকাটাইমস/০৩ অক্টোবর/ইএইচ)