দিনাজপুরে দেড় শতাধিক স্মার্টফোন চুরি

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ২১:৩৭

দিনাজপুরে ৩টি দোকানের তালা কেটে প্রায় দেড় শতাধিক স্মার্ট মোবাইল ফোন চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার আনুমানিক সকাল ৭টায় দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র মুন্সিপাড়া লিলির মোড়স্থ সমতা মোবাইল মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। জনি এন্টারপ্রাইজ, কবির টেলিকম ও এমবিএন গেজেট নামের তিনটি দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে।

কবির টেলিকমের মালিক কবির জানান, তার দোকানের ৪৯টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। এছাড়াও জনি এন্টারপ্রাইজের ৪৮টি ও এমবিএন গেজেটের ৪৫টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে। চুরি যাওয়া মোবাইলগুলোর আনুমানিক দাম ৫০ লাখ টাকা।

কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, চুরির খরব জানতে পেরে সমতা মার্কেট পরিদর্শন করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় প্রয়োজনীয় আলামতসহ একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মামলা প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/০৩ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :