কারা হ্যাকড করল ফাহমিদা নবীর দুইটি পেজ?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ২২:০২
অ- অ+

দেশের নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী। সোমবার গভীররাতে হঠাৎ নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে জানালেন, তিনি খুব বিপদে পড়েছেন।

কিন্তু কী হলো গায়িকার? পোস্টে তাও পরিষ্কার করেছেন তিনি। জানান, তার দুটো ফেসবুক পেজ কে বা কারা যেন হ্যাক করে নিয়েছে। যার কারণে বিপদে পড়েছেন তিনি।

ফাহমিদা নবীর ভাষ্য, ‘আমি খুবই বিপদে পড়েছি। আমার দুটো পেজ, কে বা কারা আমাকেই ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছি না। পেজ হ্যাক হয়েছে। এই মুহূর্তে এই পেজ দুটো থেকে আমি হয়ে যদি কেউ কোনো কমেন্ট বা উত্তর দেয়, বুঝে নেবেন সে আমার এই সর্বনাশ করেছে এবং দয়া করে রিপোর্ট করবেন। উদ্ধারের উপায় খুঁজছি।’

এ প্রসঙ্গে ফাহমিদা নবী গণমাধ্যমে বলেন, ‘আমাকে সবাই সাইবার ক্রাইমে অভিযোগ করে পেজ দুটি উদ্ধারের জন্য সহযোগিতা নিতে বলছেন। এ ব্যাপারে আমি পদক্ষেপ নিচ্ছি।’

নিয়মিত সংগীতচর্চার ছাড়াও ফাহমিদা নবী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ফেসবুকে তিনি গানের বিভিন্ন খবর ছাড়াও নিয়মিত কবিতা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা