সুয়ারেজকে ছাড়িয়ে নতুন রেকর্ড মেসির

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৩, ১৩:১১

মেসি এবং মাইলফলক যেন একই মুদ্রার এপিট ওপিঠ। মেসি খেলবেন কিন্তু রেকর্ড ভাঙবেন না তা হবে না। বুধবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে একাই দুটি গোল করে জয় এনে দিয়েছেন আর্জেন্টিনাকে। একইসঙ্গে স্পর্শ করেন নতুন আরেকটি রেকর্ডের চূড়া।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির একার। তার সাবেক বার্সেলোনা সতীর্থ সুয়ারেজকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের নামে করে নিয়েছেন তিনি। পেরুর ম্যাচের আগে ২৯টি গোল নিয়ে রেকর্ডের পাতায় যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি ও সুয়ারেজ। পেরুর বিপক্ষে জোড়া গোল করে দলকে টানা চতুর্থ জয় এনে দেওয়ার পাশাপাশি ৩১টি গোল নিয়ে উঠে এসেছেন শীর্ষেও।

আর্জেন্টিনার জার্সিতে মেসির বর্তমান গোল সংখ্যা ১০৬টি। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোল করা ইরানের আলি দাইয়ির (১০৮) সঙ্গে ব‍্যবধান আরও কমিয়েছেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১২৭ গোল করে এখনও অনেকটা দূরে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী ক্রিস্তিয়ানো রোনালদো।

টানা চার জয়ে চলতি বাছাইয়ের টেবিলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দলটি এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ৫১ ম্যাচের মধ্যে ৫০টিতে অপরাজিত থাকল।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এসআই/এফএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :