বাংলাদেশ থেকে রোহিঙ্গা নেবে অস্ট্রেলিয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ১৬:৪৩| আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৭:১২
অ- অ+

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের অস্ট্রেলিয়া নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের প্রধান আলোচনা হয়েছে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের নিয়ে। আমরা রোহিঙ্গাদের অস্ট্রেলিয়ার নেওয়া ব্যাপারে কথা বলেছি। তারা আগেও দুই হাজার রোহিঙ্গা তারা নিয়েছে, আরও নেবে। এছাড়া অবৈধভাবে ৯৭জন বাংলাদেশি অস্ট্রেলিয়া প্রবেশের চেষ্টা করেছে, যাদের বৈধ ভিসা ছিল না। তারা অস্ট্রেলিয়ার প্রবেশ করতে পারেনি, পাশে একটা দ্বীপে তাদের রাখা হয়েছে। তবে তাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আমরা নিয়ে আসবো। তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, এছাড়া কোস্ট গার্ডের সঙ্গে একটা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে। সেটা আরও আগ থেকেই হওয়ার কথা ছিল। দুই দেশের মধ্যে যাতে আরও সহযোগিতা বাড়ে সে ব্যাপারে আলোচনা হয়েছে। এই সরকার আসার পর এই প্রথম অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার আমাদের দেশ ভিজিট করেছেন। এর আগে অস্ট্রেলিয়ার কোনো হোম মিনিস্টার ভিজিট করেছেন কিনা আমি জানি না।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
মাদার‌ীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা