জাতীয় পতাকার ওপরে ‘গেরুয়া পতাকা’ উত্তোলনের ঘটনায় দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ১৩:৪২| আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৪:০৮
অ- অ+

দুঃসাহসিক কাজ! বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকার ওপরে উত্তোলন করা হলো হিন্দু ধর্মের ‘আমি সনাতনী’ লেখা গেরুয়া পতাকা। এমন দৃশ্য চোখে পড়ে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের ওপরে, যা নিয়ে বিতর্ক চরমে।

এ ঘটনায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাজেশ চৌধুরী (১৮) ও হৃদয় দাশ (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার রাতে নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

গ্রেপ্তারকৃত রাজেশ চৌধুরী নগরীর কোতোয়ালি থানাধীন আলকরণ দোভাষ কলোনির (৪ নম্বর গলি) মৃত শ্যামল চৌধুরীর ছেলে। হৃদয় দাশ একই এলাকার অমল দাশের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৫ অক্টোবর সনাতন সম্প্রদায় তাদের ৮ দফা দাবি আদায়ের জন্য চট্টগ্রামের লালদীঘি ময়দানে একটি সমাবেশ করে। সমাবেশ শেষে একটি দল মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের শীর্ষে থাকা জাতীয় পতাকার ওপর ওই গেরুয়া পতাকা লাগিয়ে দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ বলা আছে, বাংলাদেশের পতাকার ওপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করা যাবে না। নিউমার্কেটের স্বাধীনতা স্তম্ভে গেরুয়া পতাকা উত্তোলনের মাধ্যমে এই বিধিমালা লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘জাতীয় পতাকা অবমাননার দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’ 
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা