ঢাকাটাইমসে সংবাদ প্রকাশের পর এএসআই মোশাররফকে বদলি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ১৪:২৬| আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৪:৩১
অ- অ+

কক্সবাজারের টেকনাফ মডেল থানায় কর্মরত আলোচিত এএসআই মোশাররফ হোসেনকে কুতুবদিয়ায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

এএসআই মোশাররফ হোসেনকে নিয়ে আন্দোলনকারীদের ধরে নিয়ে টাকা আদায় করতেন শিরোনামে ঢাকাটাইমসের অনলাইনে সংবাদ প্রকাশিত হয় গত মঙ্গলবার (২৯ অক্টোবর)। পরদিন ঢাকাটাইমসের প্রিন্ট ভার্সনে সংবাদটি প্রকাশিত হয়।

মোশাররফকে নিয়ে সংবাদ প্রকাশের পর কক্সবাজারের টেকনাফে তুমুল আলোচনা-সমালোচনা দেখা যায় নানা মহলে। এর পরপরই এএসআই মোশাররফ হোসেনকে কুতুবদিয়া থানায় বদলি করা হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঢাকাটাইমসকে জানান, এএসআই মোশাররফ হোসেনকে কুতুবদিয়া থানায় বদলি করা হয়েছে। তবে পুলিশে বদলির নিয়মিত অংশ হিসাবে তাকে বদলি করা হয়েছে বলে জানান ওসি।

আন্দোলনে যোগ দেয়া লোকদের লাঠিপেটা এবং তাদেরআটক করে টাকা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে এএসআই মোশাররফ হোসেনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে টেকনাফ থানায় কর্মরত মোশাররফ হোসেনের ভয়ে কেউ তখন মুখ খোলেনি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি সেখানে বহাল থাকায় হতাশ ছিলেন তার হাতে নির্যাতিত আন্দোলনকারীরা।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নকে’ দেখা গেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে
আপনার সন্তানের কিডনির খেয়াল রাখবে যেসব সবজি ও ফল
শীতে কোন সময়ে যে নিয়মে ডিম খেলে দ্রুত ওজন কমবে
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা