প্রথম পাওয়ার প্লেতে ৬৩ রান তুললো ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৩, ১৯:৫০

বাংলাদেশর দেওয়া ২৫৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে ভারত। ভারতের হয়ে ওপেনিংয়ে নেমেই বাংলাদেশর বোলারদের ওপর তান্ডব চালানো শুরু করেন রোহিত শর্মা। যার ফলে প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট হারিয়ে ৬৩ রান তুলেছে ভারত।

ভারতের হয়ে আজ ওপেনিংয়ে নেমেছেন রোহিত শর্মা ও শুবমান গিল। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের বোলারদের ওপর চড়াও হতে থাকেন রোহিত শর্মা। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন শুবমান গিল।

এই জুটিতে ভর করে ভারত আজ দলীয় অর্ধশতক পূর্ণ করে ৯ ওভারে। আর প্রথম পাওয়ার প্লেতে তুলে নেয় ৬৩ রান। মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ চেষ্টা করেও ভাঙতে পারেননি এই জুটি।

এরআগে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশর ইনিংস থামে ২৫৬ রানে। এখন জয়ের জন্য ২৫৭ রানের লক্ষে ব্যাট করছে ভারত।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এনডব্লিউবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :