৭ রানেই ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

সুপার এইট নিশ্চিত করতে সেন্ট ভিনসেন্টে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা বালো হয়নি টাইগারদের। মাত্র ৭ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। তানজিদ তামিমের পর প্যাভিলিয়নে ফিরে গেছেন নাজমুল শান্ত।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে ইনিংসের প্রথম বলেই ভেঙে যায় এই জুটি। সোমপাল কামির প্রথম বলেই প্যাভিলিয়নের পথ ধরেন তানজিদ হাসান তামিম। তার বিদায়ে শূন্য রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা।
তানজিদ তামিমের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীপেন্দ্র সিংয়ের বলে বোল্ড হয়ে ৫ বলে ৪ রান করেই সাজঘরে ফিরে গেলেন তিনি। তার বিদায়ে ৭ রানে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
সুপার এইটে ওঠার লড়াই থেকে নেপালের নাম কাটা গেলেও জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় তারা। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে প্রায় হারিয়েই দিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ১ রানে ম্যাচটি হেরে বসে নেপাল। বাংলাদেশেকে আটকাতে আজ নেপালের পরিকল্পনায় স্পিন বোলিং বিশেষ গুরুত্ব পাচ্ছে।
দুই দল এখন পর্যন্ত মাত্র ১টি টি-টোয়েন্টি ম্যাচেই মুখোমুখি হয়েছে। ঘরের মাঠে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের সেই ম্যাচে নেপালের বিপক্ষে ৮ উইকেট ও ২৭ বল হাতে রেখে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলা সাকিব ও মাহমুদউল্লাহই শুধু এবারের বিশ্বকাপের স্কোয়াডে আছেন।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম. নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান।
নেপাল একাদশ
কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাউডেল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সোমপাল কামি, সুন্দীপ জোরা, সন্দীপ লামিছানে, অবিনাশ বোহারা
(ঢাকাটাইমস/১৭ জুন/এনবিডব্লিউ)

মন্তব্য করুন